পাঁচবিবিতে ফলদ বৃক্ষ মেলা উদ্বোধন

0
255

সাজেদুল ইসলাম টিটু, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা : “স্বাস্থ্য পুষ্টি অর্থ চাই, দেশী ফলের গাছ লাগাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে আজ বৃহস্পতিবার ৩ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা শুরু হয়েছে। উপজেলা চত্ত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি এ্যাডভোকেট সামছুল আলম দুদু এমপি। উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান জিয়াউল ফেরদৌস রাইট ও দৌলতুন নাহার দোলন, উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবার রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বক্কর ছিদ্দিক মন্ডল প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরজেনা বেগম। উদ্বোধনী দিনে ৫৫ হাজার টাকা মূল্যের ১৫ হাজার ফলদ গাছ বিনামূল্যে বিতরণ করা হয়। মেলায় ২০ টি স্টল বসেছে।

LEAVE A REPLY