দৌলতপুরে অটিজম ও প্রতিবন্ধী স্কুল ভবন উদ্বোধন

0
155

খোকন, দৌলতপুর থেকেঃ কুষ্টিয়ার দৌলতপুরে অটিজম ও প্রতিবন্ধী স্কুলের ভবন উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুর সাড়ে ১২ টায় দৌলতপুর চন্দনা পাড়াস্থ অটিজম ও প্রতিবন্ধী স্কুলের নবনির্মিত এ ভবন উদ্বোধন করা হয়। কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব রেজাউল হক চৌধুরী এ ভবনের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলম, দৌলতপুর থানার ওসি শাহ দারা খান, দৌলতপুর ইউপি চেয়ারম্যান মহিউল ইসলাম মহি ও রিফায়েতপুর ইউপি চেয়ারম্যান জামিরুল ইসলাম বাবু। দৌলতপুর অটিজম ও প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক আহসান কবীরের সভাপতিত্বে অটিজম ও প্রতিবন্ধী স্কুলের ভবন উদ্ধোৃ‌‌ধন অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীসহ স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY