পাঁচবিবিতে জিপিএ-৫ পায়নি কেউ,গড় পাসের হার শতকরা ৫৫ ভাগ

0
586

সাজেদুল ইসলাম টিটু,পাঁচবিবি(জয়পুরহাট) থেকেঃ জয়পুরহাটের পাঁচবিবিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় (সাধারণ) এবার কেউ জিপিএ-৫ পায়নি। গড় পাসের হার শতকরা ৫৫ ভাগ। পাঁচবিবি মহিলা কলেজ উপজেলার শীর্ষে, পাসের হার ৬৪.১০। এছাড়া মহিপুর সরকারি কলেজ ৬২ ভাগ,রতন পুর কলেজ ৬০ ভাগ,শিরট্রি কলেজ ৫১ ভাগ, সড়াইল কলেজ ৪৬.৮৫ ভাগ ও পাঁচবিবি ডিগ্রি কলেজ থেকে শতকরা ৪৬.১৮ ভাগ শিক্ষার্থী পাস করেছে। উপজেলায় ফলাফলে ধস নামায় অভিভাবকরা চিন্তিত। বেশ কিছু ছাত্র এসএসসি তে জিপিএ-৫ নিয়ে কলেজে ভর্তি হলেও উচ্চ মাধ্যমিকে তা ধরে রাখতে পারেনি।

LEAVE A REPLY