কয়েকদিন ধরেই টানা বৃষ্টিতে নাকাল রাজধানীবাসী। তার উপর আজ সকাল থেকে মুশুলধারে বৃষ্টি নামায় ঢাকা শহর এখন পানিতে ঢাকা পড়েছে। এতে নগরীর মানুষের ভোগান্তির যেন শেষ নেই।
বেশ কয়েকদিন ধরেই বৃষ্টির ভোগান্তি পোহাচ্ছে নগরবাসী। এতে অনেকেই অভ্যস্ত হয়ে পড়েছে। আর এ ভোগান্তি শুধু মাত্র ঢাকায় নির্দিষ্ট কয়েকটি এলাকায় নয়, ভিআইপি এলাকা থেকে সর্বত্র। হয়তো অভিজাত এলাকায় ভোগান্তিটা কয়েক ঘন্টার। কিন্তু পুরান ঢাকার কদমতলীসহ বেশ কিছু এলাকায় ভোগান্তিটা দিন গড়িয়ে মাসে পৌছে যায়।
আজ সকালে সরেজমিনে দেখা গেছে, রাজধানী যাত্রাবাড়ীর মীরহাজিরবাগ এলাকায় অধিকাংশ সড়কে হাটু থেকে কোমড় পর্যন্ত পানি। রাস্তার পাশের দোকান-পাট তলিয়ে গেছে। সবাই ব্যস্ত দোকানের পণ্য সামগ্রি পানির হাত থেকে বাঁচাতে। একজন চাল ব্যবসায়ীকে দেখা গেলো, কয়েকজন লোক নিয়ে দ্রুত অন্যত্র চালের বস্তা সড়িয়ে নিচ্ছিলেন। কারন, পানির পরিমাণ ধীরে ধীরে বাড়ছেই। তাই আর কোন ভাবেই ভরসা করতে পারছেন না। আশপাশের এলাকায় রিক্সা নিয়ে পানির হাত থেকে নিজেকে বাঁচিয়ে চলার চেষ্টা করছেন অনেকে। কিন্তু, রিক্সায় বসেও পঁচা পানিতে পা ডোবাতে বাধ্য হচ্ছেন।
এই পরিস্থিতি শুধু যাত্রাবাড়ীতে নয়। কারওয়ান বাজার, শান্তিনগর, মালিবাগ, মৌচাক, মোহাম্মদপুর, ধানমণ্ডি, বসুন্ধরা সিটি, আজিমপুর, মহাখালী, মিরপুরের কাজীপাড়া, শ্যামলী, শেওড়াপাড়া, তেজগাঁও, মিরপুর, ফার্মগেট, মতিঝিলসহ প্রায় সর্বত্র। আর এ সমস্ত জলাবদ্ধাতার কারণে সবচেয়ে বেশী ভোগান্তির শিকার চাকুরীজীবী ও শিক্ষার্থীরা। যারা জলাবদ্ধতার কারণে যানজটের কবলে পরেছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন, বুধবার ২৬জুলাই সকাল ৬টা থেকে ১২টা পর্যন্ত ছয় ঘণ্টায় ঢাকায় ৫৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আগামী দুইদিনের মধ্যে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে। সেইসঙ্গে আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তিত হতে পারে।