হিলিবার্তার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

0
203

সাজেদুল ইসলাম টিটু,পাঁচবিবি(জয়পুরহাট)থেকেঃ হিলি হেকে প্রকাশিত সাপ্তাহিক হিলিবার্তার পনেরতম প্রতিষ্ঠা বার্ষিকী ও ষোলতম বছরে পদার্পন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। দিনাজপুর,পাঁচবিবি সহ বিভিন্ন উপজেলার শতাধীক সাংবাদিকের উপস্থিতিতে উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন হিলিবার্তার সম্পাদক ও প্রকাশক মোঃ মোস্তাফিজুর রহমান মিলন। বক্তব্য রাখেন,হাকিমপুর উপজেলা নির্বাহি অফিসার মোছাঃ শুকরিয়া বেগম,উপজেলা চেয়ারম্যান মোঃ আকরাম হোসেন মন্ডল,পৌর মেয়র জামিল হোসেন চলন্ত,হাকিমপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর সবুর,দিনাজপুর জেলা প্রেসক্লাবের সভাপতি,সৌরভ কুমার বক্সি,পাঁচবিবি পৌর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রভাষক আহসান হাবিব সহ আরো অনেকে। এতে উপস্থিত ছিলেন,GTV হাকিমপুর প্রতিনিধি মোঃ আনোয়ার হোসেন বুলু,দৈনিক খবর পত্রের সাংবাদিক মোসলেম উদ্দিন, news24live.news (অনলাইন) এর পাঁচবিবি প্রতিনিধি ও পাঁচবিবি পৌর প্রেসক্লাবে সিনিয়র সহ-সভাপতি সাজেদুল ইসলাম টিটু সহ বিভিন্ন সাংবাদিক বৃন্দ।

LEAVE A REPLY