মোঃমেহেদী হাসান, বরগুনা থেকেঃ সাংবাদিক তরিকুল ইসলাম ইউনুস বিদ্যুৎস্পৃষ্ট হয়ে না ফেরার দেশে চলে গেলেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। সোমবার (৩১ জুলাই) সকাল ৮টার দিকে বরগুনা জেনারেল হাসপাতে তিনি মারা যান। আজ সোমবার সকাল ৮টার দিকে বরগুনা সদরের মোনসাতলী এলাকায় তার বাসায় বিদ্যুৎস্পৃষ্ট হন তরিকুল। তাৎক্ষনিক স্বজনরা তাকে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাংবাদিক তরিকুল ইসলাম বিজয় টিভি ও দৈনিক হাজারিকা প্রতিদিন পত্রিকার বরগুনা জেলা প্রতিনিধি ছিলেন। তিনি বরগুনা সাংবাদিক ইউনিয়নের সদস্য ছিলেন। এদিকে তার মৃত্যুতে শোক জানিয়েছে বরগুনা প্রেসক্লাব, বরগুনা সাংবাদিক ইউনিয়ন, বরগুনা জেলা টেলিভিশন সাংবাদিক ফোরাম, বরগুনা জেলা প্রেসক্লাব, সহ বিভিন্ন সাংবাদিক সংগঠন।