কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদিনের দৌলতপুর থানা পরিদর্শন

0
752

আছানুল হক:কুষ্টিয়ার দৌলতপুর থানা পরিদর্শন করেছেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদিন।
বৃহঃবার দুপুর ১ টার দিকে তিনি থানা পরিদর্শন করেন। এসময় তিনি প্রথমে গ্রাম পুলিশের প্যারেড পরিদর্শন করেন এবং তিনি যে কোন অপরাধ মুলক চিত্র চোখে পড়লে সঙ্গে সঙ্গে থানায় জানানোর কথা বলেন তিনি আরো বলেন মাদক, বাল্যবিবাহ, সম্পর্কে সচেতন থাকতে হবে। এ সময় উপস্থিত ছিলেন, দৌলতপুর থানার অফিসার ইনচার্জ শাহ্ দারা খাঁন পিপি এম, পুলিশ পরিদর্শক তদন্ত, মোঃআজগর হোসেনসহ থানার সকল অফিসার ফোর্স।এ সময় তিনি নারী ও শিশু হেল্প ডেক্সও পরিদর্শক করেন।দৌলতপুর থানার অফিসার ইনচার্জ শাহ্ দারা খাঁন পিপিএম বলেন অামরা জনগণকে অাইনি সহযোগীতা  দিয়ে থাকি। তারই ধারাবাহীকতায় নারী ও শিশুদের অারো দ্রুত অাইনি সহযোগীতা দেওয়ার জন্য নারী ও শিশু হেল্প ডেক্স চালু করা হয়েছে।যেখানে নারী ও শিশুদের দ্রুত অাইনি সহযোগীতা দেওয়ার জন্য সব সময় একজন অফিসার নিয়োজিত থাবেন।এবং পুলিশ যে জনগণের বন্ধু তা অামরা সাধারন মানুষের মধ্যে প্রামান করে দিব।

LEAVE A REPLY