দৌলতপুরে সাপের কামড়ে স্কুল ছাত্রীর মৃত্যু

0
764

দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে সাপের কামড়ে জেরিনা খাতুন ওরফে জারিন (৯) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে উপজেলার দৌলতখালী গ্রামের হাবিবুল্লাহ্র মেয়ে। স্থানীয়রা জানায়, গতকাল সকালে নিজ বাড়িতে স্কুল ছাত্রী জারিনকে বিষধর সাপে কামর দেয়। এসময় স্থানীয় ওঝা দিয়ে বিষ নামানোর চেষ্টা করে ব্যর্থ হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় জারিনের মৃত্যু হয়। নিহত স্কুল ছাত্রী কিশোরীনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেনীর ছাত্রী।

LEAVE A REPLY