নিজস্ব প্রতিবেদক ।। ঝিনাইদহ মহেশপুরে অস্ত্রসহ সন্ত্রাসী রমজান আলী @ রুজদার আলী (৪০) কে গ্রেফতার করেছে মহেশপুর থানা পুলিশ। পুলিশ জানায় শুক্রবার রাতে মহেশপুর থানা পুলিশের এস আই সাইফুল ইসলাম সংঙ্গীয় ফোর্স নিয়ে থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটিতে বের হয়। ডিউটি করাকালে ভোর ৪:৫০ ঘটিকার সময় মহেশপুর থানাধীন খলিশপুর বাসস্ট্যান্ডে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বজরাপুর গ্রামস্থ জামতলা নামক স্থানে সন্দেহজনক ভাবে একজন ঘোরাফেরা করিতেছে। উক্ত সংবাদ অফিসার ইনচার্জ সাহেবকে অবহিত করিয়া তাহার নির্দেশে সংবাদের সত্যতা যাচাই করার জন্য সংঙ্গীয় ফোর্চসহ জামতলা নামক স্থানে পোঁছাইলে পুলিশের উপস্থিত টের পাইয়া দৌড়ে পালানোর চেষ্টাকালে জামতলাস্থ কালিগঞ্জ টু জীবন নগর গামী পাঁকা রাস্তার উপর হয়তে একটি লোহার তৈরী পুরাতন শার্টার গান সহ রুজদার আলীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত রুজদার আলী উপজেলার যাদবপুর ক্যম্পপাড়া গ্রামের ইয়াকুব আলীর ছেলে। এ ব্যপারে মহেশপুর থানার পুলিশ পরিদর্শক মোঃ আহম্মেদ কবীর সাংবাদিকদের জানান অস্ত্রসহ রুজদার আলী নামে এক সন্ত্রাসী কে গ্রেফতার করা হয়েছে। তার নামে মহেশপুর থানায় একটি অস্ত্র মামলা হয়েছে যাহার নং ২৫।