দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার বিশিষ্ট অনুষ্ঠান সঞ্চালক ও সাংস্কৃতিক সংগঠক এবং আনন্দধারা একাডেমির পরিচালক লুৎফর রহমানের মৃত্যুতে দৌলতপুর শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যাপক সরকার আমিরুল ইসলাম ও যুগ্মসাধারণ সম্পাদক প্রভাষক শরীফুল ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন। শোক বার্তায় উল্লেখ করেছেন, লুৎফর রহমানের আকষ্মিক মৃত্যুতে কুষ্টিয়ার সাংস্কৃতিক অঙ্গনের অপুরনীয় ক্ষতি হলো, যা পুরন হবার নয়। একই সাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি তারা গভীর সমবেদনা জানিয়েছে।