আছানুল হক,দৌলতপুর থেকে: কুষ্টিয়ার দৌলতপুরে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে দৌলতপুর আওয়ামীলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. রেজাউল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান ফিরোজ আল মামুন। মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার হাসিম উদ্দিন হাসুর সভাপতিত্বে শোক দিবসের প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মঈন উদ্দিন মোহন, হোগলবাড়িয়া ইউপি চেয়ারম্যান সেলিম চৌধুরী, প্রাগপুর ইউপি চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল সরকার, পিয়াপুর ইউপি চেয়ারম্যান আবু ইউসুফ লালু, দৌলতপুর ইউপি চেয়ারম্যান মহিউল ইসলাম, মরিচা ইউপি চেয়ারম্যান শাহ্ আলমগীর, রিফায়েতপুর ইউপি চেয়ারম্যান জামিরুল ইসলাম বাবু, রামকৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান সিরাজ মন্ডল ও দৌলতপুর যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদেরসহ অন্যান্য নেতৃবৃন্দ। সভা পরিচালনা করেন, সাবেক ছাত্রলীগ নেতা ওয়াসিম কবিরাজ। সভায় প্রধান অতিথি কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. রেজাউল হক চৌধুরী ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যদায় পালনের আহ্বান জানিয়ে শোককে শক্তিতে পরিণত করে নিজ এলাকায় শান্তিপূর্ণভাবে জাতীয় শোক দিবসের কর্মসূচী পালনের নির্দেশনা প্রদান করেন।