পাঁচবিবিতে বন্যা পরিস্থিতি ভয়াবহ

0
1150
সাজেদুল ইসলাম টিটু,পাঁচবিবি(জয়পুরহাট)থেকেঃ গত বৃহস্পতিবার রাত থেকে আজ রবিবার পর্যন্তু টানা বর্ষণে পাঁচবিবি পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন সড়ক,বাড়ি ঘর ও শিক্ষা প্রতিষ্টানে পানি বদ্ধতার সৃষ্টি হয়েছে। ছোট যমুনা ও তুলসি গঙ্গা নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। কাঁটাপুকুর ও গলাকাটা সড়কের উপর দিয়ে পানি প্রবাহি হচ্ছে। পাঁচবিবি সমিরণনেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে পানি বদ্ধতার সৃষ্টি হয়েছে। বায়তুন নূর জামে মসজিদ উত্তরগেট সংলগ্ন সড়ক ও বিমল সড়কের হাটু জল ভেঙ্গে বাজারে আসতে হচ্ছে। ৮ নং ওয়ার্ডের বাসিন্দা মুরাদুল হাসান মুরাদ বলেন, পানি যাওয়ার জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মানের ফলে পানি বাধা প্রাপ্ত হয়ে বাড়িতে ঢুকছে। শহরের পানি নিস্কাসনের প্রধান নর্দমা কচুরীপনায় ভরে আছে। কার্লভাটের মুখে অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ নিলেও অদৃশ্য কারনে তা থেমে যায়। ২ নং ওয়ার্ডের এক বাসিন্দা বলেন,নতুন করে ড্রেন নির্মান না করায় ও ড্রেনেজ ব্যবস্থা ভেঙ্গে পড়ায় পানি বদ্ধতা সৃষ্টি হয়েছে। ফলে আধা পাকা পায়খানার মল মূত্র পানির সাথে মিশে একাকার হচ্ছে। এতে করে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে।প্রতিকারের জন্য ধরনা দিয়েও কোন লাভ হয়নি। এছাড়া শহরের তিন মাথা,পাঁচমাথা,১নং রেলগেট ও পৌর কমিউনিটি এলাকাসহ বিভিন্ন রাস্তায় পানি জমে থাকায় কার্পেটিং উঠে গিয়ে মূল্যবান রাস্তা গুলি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

 

LEAVE A REPLY