জাতীয় শোক দিবস উপলক্ষে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালিত

0
201

নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৭ পালনের অংশ হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে কুষ্টিয়া সরকারী কলেজে এ কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আতাউর রহমান। কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি স্বপন হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইকরামুল হক রিয়াদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মনজুর কাদির, বাংলাদেশ ছাত্রলীগ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ইয়াসির আরাফাত তুষার, সাধারণ সম্পাদক সাদ আহম্মেদ। এসময় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডডিকের অফিসার (আরএমও) ডাঃ তাপস কুমার সরকার, কুষ্টিয়া সরকারি কলেজের আইটি বিভাগীয় প্রধান লাল মহম্মদসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ বিভিন্ন ওয়ার্ড ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ আহমেদ রক্ত দিয়ে এ কর্মসুচী শুরু করেন।

        20751302_1931398290481286_1660458832_n

LEAVE A REPLY