দৌলতপুরে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

0
71

দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে মহা অবতার ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্নাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১ টায় এ মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দৌলতপুর উপজেলা শাখার আয়োজনে মঙ্গল শোভাযাত্রায় দৌলতপুর কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সরকার আমিরুল ইসলাম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দৌলতপুর উপজেলা শাখার সভাপতি বাবু দুলাল দেবনাথ, সাধারণ সম্পাদক সভাপতি বাবু দাসসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সনাতন ধর্মালম্বীরা অংশ নেয়। দৌলতপুরের বাজুডাঙ্গা শ্রী শ্রী জগৎ জননী মাতৃ মন্দির প্রাঙ্গন থেকে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি দৌলতপুর থানা বাজার হয়ে বাজুডাঙ্গা শ্রী শ্রী জগৎ জননী মাতৃ মন্দির গিয়ে শেষ হয়। এতে ঢাক ও কাশিসহ বাদ্যযন্ত্রের তালে তালে নেচে গেয়ে সনাতন ধর্মালম্বীরা অংশ নেয়।

LEAVE A REPLY