দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে প্রতিবন্ধী শিশু শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপস্থিত প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। দৌলতপুর প্রাথমিক শিক্ষা অফিসার মো. জয়নাল আবেদীনের সভপতিত্বে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. রেজাউল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান ফিরোজ আল মামুন। বক্তব্য রাখেন, দৌলতপুর প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আসাদুজ্জামান। উপজেলার বিভিন্ন এলাকার প্রাথমিক বিদ্যালয়ের বিশেষ সুবিধাপ্রাপ্ত (প্রতিবন্ধী) ৭ জন শিশু শিক্ষার্থীকে একটি করে হুইল চেয়ার দেওয়া হয়।