দৌলতপুরে যথাযোগ্য মর্যদায় জাতীয় শোক দিবস পালন

0
233

আছানুল হক: কুষ্টিয়া দৌলতপুর উজেলায় বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
সকাল ৯ টার সময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক সংসদ সদস্য আফাজ উদ্দিন আহামেদ পতাকা উৎলন করেন পরে শোক র‍্যালী তে অংশ নেন। এ সময় উপস্থিত দৌলতপুর উপজেলার আওয়ামীলীগের চৌদ্দ ইউনিয়নের নেতা কর্মী। কুষ্টিয়া ১নং আসনের সংসদসদস্য আলহাজ্ব রেজাউল হক চৌধুরী সকালে বঙ্গবন্ধুর মুরালে ফুলদিয়ে শোক র‍্যালী তে অংশ গ্রহন করেন, এছাড়াও  উপজেলা প্রশাসনের আয়োজনে শোক র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে, দৌলতপুর ইউনিয়নের, ইয়াছিন আলী সফির নেত্রীতে হাকিমপুর  বাজার এলাতে ১৫ শত মানুষের খাবারে আয়োজন করেন, পরে মিলাদ মহাফিল করেন। দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান  মহিউল হক সকালে মিলাদ মহাফিল ও কাল পতাকা উৎলন করেন, দৌলতপুর ইউনিয়নে গবোড়গড়া এলাকাতে রুয়েন আহামেদের নেত্রীতে ১৫ শত লোকের খাবারে আয়োজন করেন, দৌলতখালী বাজারে আজিজ মেম্বারে নেত্রীতে মিলাদ মহাফিল ও ১ হাজার লোকের খাবারের আয়োজন করেন,মথুরাপুর ইউনিয়নে সাক্কির আহামেদের নেত্রীতে শোক র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে,আদাবাড়ীয়া ইউনিয়নে চেয়ারম্যান মকবুল হোসেনের নেত্রীতে শোক র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে, রিফায়েতপুর ইউনিয়নে চেয়ারম্যান জামিরুলের নেত্রীতে শোক র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।ও দৌলতপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডঃ রুমোন আহামেদ দৌলতপুর উপজেলার প্রতিটি ইউনিয়ন পরিদর্শন করেন।

LEAVE A REPLY