নিজস্ব প্রতিবেদক : ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুর ৪২তম শহীদ দিবস উপলক্ষে ব্যতিক্রম ধর্মী এক উদ্যোগ গ্রহণ করেছে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সাদ আহম্মেদ। এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে কুষ্টিয়া কোর্টস্টেশন প্লাটফর্মে ৫শতাধিক দুস্থ, অসহায় পথশিশুদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আতাউর রহমান আতা। এসময় তিনি বলেন, বাংলাদেশের পরিচয় বিশ্বের অন্যান্য দেশের সামনে তুলে ধরার ক্ষেত্রে যে ব্যক্তি গুলো অগ্রণী ভূমিকা পালন করেছে তাদের মধ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাদের মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে। কাপুরুষ ঘাতক গোষ্ঠীর হামলায় পরিবারসহ পৃথিবী থেকে বঙ্গবন্ধু চলে গেলেও আদর্শ রয়েছে বাংলাদেশের জনগণের মাঝে। তিনি আরো বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালের এ দিনে সপরিবারে মানব ইতিহাসের বর্বরতম হত্যাকাণ্ডের শিকার হন। ঘাতকচক্র বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করলেও তাঁর স্বপ্ন ও আদর্শের মৃত্যু ঘটাতে পারেনি। তাই আসুন, আমরা জাতির পিতা হারানোর শোককে শক্তিতে পরিণত করি। এসময় তিনি আরও বলেন, কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সাদ আহম্মেদ যে ব্যতিক্রমধর্মী এই পরিকল্পনা গ্রহন করেছে আসলেই তা প্রশংসা পাওয়ার যোগ্য। আজকের এই দিনে দোয়া মাহফিল ও দুস্থ, অসহায় পথশিশুদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন দৃষ্টান্ত হয়ে থাকবে বলেও তিনি উল্লেখ করেন। উক্ত সময়ে সাধারন সম্পাদক সাদ আহম্মেদ উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন যে, বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের পাশাপাশি সামাজিক জীবন থেকেও আমাদের শিক্ষা গ্রহণ করে আওয়ামীলীগ নেতৃত্বাধীন মুজিবকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সফল বাংলাদেশ গড়ার কাজে সক্রিয় ভাবে অংশগ্রহণ করতে হবে। পরে জাতির জনকসহ ১৫ আগষ্টের ঐদিনে শহীদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়। এ সময় জেলা ছাত্রলীগসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।