এস এম সরোয়ার পারভেজ ।। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ৮০ নং গরুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিস্কার পরিচ্ছন্ন করণ অভিযান অনুষ্ঠিত হয়েছে। ১৭ আগষ্ট বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরিস্কার পরিচ্ছন্ন কর্মসূচির অংশ হিসেবে ৮০ নং গরুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় এ কর্মসূচি গ্রহণ করে। ”পরিস্কার পরিচ্ছন্ন বিদ্যালয় আমাদের অঙ্গিকার, দৌলতপুরের প্রতিটি বিদ্যালয় রাখবো পরিস্কার।” এই শ্লোগান সামনে রেখে প্রতিটি বিদ্যালইয়ে এই কর্মসূচি পালন করে। উপজেলা সহকারী শিক্ষা অফিসার মিজানুর রহমান ৮০ নং গরুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনে এসে শিশুদের সাথে মত বিনিময় করেন এবং আঙ্গিনা পরিস্কার কাজে অংশ গ্রহণ করেন। তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলামকে সুন্দর পরিচ্ছন্ন পরিবেশে মুগ্ধ হয়ে ধন্যবাদ জানান। তিনি আরো বলেন ২০০৪ সালে প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম বিদ্যালয়ে যোগদানের পর থেকে এলাকার প্রাথমিক শিক্ষার মান বৃদ্ধি হয়েছে এবং বিদ্যালয়ে অবকাঠামোর চরম উন্নতি লাভ করেছে। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির মোঃ সাইদুর রহমান, সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, রেজা হাবীব, মনোয়ারা খাতুন প্রমূখ।