মিজানুর রহমান নয়ন কুমারখালী(কুষ্টিয়া)থেকে : কুষ্টিয়া কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নে ফুটবল টুর্নামেন্ট-২০১৭ উদ্বোধন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃশরিফুল আলম।তিনি কবুতর উড়ানোর ও পা দিয়ে বল ছুড়ার মধ্য দিয়ে খেলার শুভ সূচনা করেন।
শুক্রবার বিকালে যদুবয়রা মাধ্যমিক বিদ্যালয়ের সবুজ চত্বরে এই খেলার আয়োজন করেছেন যদুবয়রা ডি ,এম ক্লাব।
ডি,এম ক্লাবের সভাপতি মোঃকামরুজ্জামান সাবুর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন যদুবয়রা ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এসএম গোলাম আজিজ বাবু,অবঃভুমি কর্মকর্তা আব্দুল খালেক বিশ্বাস,ডিএম ক্লাবের সাধারন সম্পাদক পলাশ কুমার দাস,কুমারখালী বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক সাধারন সম্পাদক ও ডিএম ক্লাবের প্রাক্তন খেলোয়ার মোঃমিজানুর রহমান মিজান, যদুবয়রা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই মোঃআনোয়ার হোসেন,জোতমোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি কাইয়ুম ফারাজী।
ডিএম ক্লাবের প্রাক্তন খেলোয়ার আইয়ুব আলীর সার্বিক সহযোগীতায় এসময় আরো উপস্থিত ছিলেন ডিএম ক্লাবের প্রাক্তন ক্যাপটেন ও স্কুল শিক্ষক মোঃ মিজানুর রহমান,সোনালী ব্যাংক কর্মকর্তা রাজু আহমেদ,বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান,ডিএম ক্লাবের প্রাক্তন খেলোয়ার সামসুজ্জামান খোকন, ডিএম ক্লাবের প্রাক্তন ও বর্তমান খেলোয়ার বৃন্দ,এলাকাবাসীর একাংশ সহ প্রমুখ।
উদ্বোধনী খেলায় অংশ গ্রহন করেন কাতলাগাড়ী ফুটবল একাদশ বনাম হাসিমপুর পাবলিক লাইব্রেরী ফুটবল একাদশ।খেলায় দুই দলের মধ্যে তীব্র লড়াই হলেও প্রথমার্ধ গোল শূন্য ড্র থাকে।দ্বিতীয়ার্ধে ফাউল থেকে ট্রাইবিকারে গোল পেয়ে হাসিমপুর পাবলিক লাইব্রেরি ১-০ গোলে কাতলাগাড়ী ফুটবল একাদশ কে পরাজিত করে।
জমকাল পরিবেশে আকর্ষনীয় খেলাটি পরিচালনা করেন ডিএম ক্লাবের নিয়মিত লেফারী তালাশ মাহমুদ।