আছানুল হক : কুষ্টিয়া দৌলতপুর উপজেলার বিশিষ্ট আওয়ামীলীগ নেতা সরোয়ার জাহান বাদশার মায়ের দাফন সম্পন্ন।
রবিবার সকাল ৯ টা৩০ মিনিটে ইসলামপুর নিজ এলাকাতে জানাজা নামাজ শেষে মর্হুমার দাফ সম্পন্ন হয়।
তার জানাজা নামাজে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফাজ উদ্দিন আহাম্মেদ, উপজেলা চেয়ারম্যান ফিরোজ আল মামুন, জেলা পরিষধ সদস্য, আব্দুল বাকী, লোটন চৌধুরী,চোদ্দ ইউনিয়ন চেয়ারম্যান, আওয়ামীলীগ নেতা গোলাম মস্তফা নাড়ু হাজী,মুতাছিন বিল্লা,এ্যাডঃমামুন আহামেদ সহ শত শত মানুষ। এবং তার স্মৃতি চারন করেন আওয়ামীলীগের বিভিন্ন নেতা কর্মি।দাফন শেষে মর্হুমার আত্তার সান্তির জন্য বিষেশ দোয়া মহাফিল অনুষ্টিত হয়।