পাঁচবিবিতে বিএনপি’র উদ্যোগে ত্রাণ বিতরণ

0
214

সাজেদুল ইসলাম টিটু,পাঁচবিবি(জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবিতে বিএনপি’র উদ্যোগে বন্যার্তদের মাঝে আজ সোমবার বিকালে ত্রাণ বিতরণ করা হয়। এর আগে জয়পুরহাট জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোজাহার আলী প্রধান গদাইপুর বন্যাদুর্গত এলাকা ঘুরে দেখেন ও অসহায় মানুষের খোঁজ খবর নেন। পরে ধরঞ্জী ইউপির সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড ভোকেট নাফিজুর রহমান পলাশ,সহ সভাপতি অধ্যাপক আমিনুর রহমান বকুল,সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা ডিউক,জেলা ছাত্রদল সভাপতি ও রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা প্রধান,পাঁচবিবি পৌর বিএনপি’র আহ্বায়ক অধ্যক্ষ আবু হাসনাত মন্ডল হেলাল,থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম ডালিম,জয়পুরহাট সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,পাঁচবিবি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউল ফেরদৌস রাইট ও দৌলতুন নাহার দোলন,ধরঞ্জী ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা,বাগজানা ইউপি চেয়ারম্যান নাজমুল হক,পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আহসান হাবিব, ধরঞ্জী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মজিবর রহমান। শেষে বন্যাদুর্গত গদাইপুর,দৈবকনন্দনপুর ও বাগুয়ান এলাকার ৩১০ টি পরিবারের মাঝে চাল,মসুর ডাল ও লবন বিতরণ করা হয়।

LEAVE A REPLY