দৌলতপুর প্রতিনিধি:২১ আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে এবং বিদেশে পলাতক হামলাকারীদের গ্রেপ্তার ও তাদের ফাঁশির দাবিতে কুষ্টিয়ার দৌলতপুর আওয়ামীলীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে মিছিলটি বের হয়ে দৌলতপুর থানা বাজারসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ফিরোজ আল মামুন, জেলা পরিষদের সদস্য আসাদুজ্জামান লোটন চৌধুরী, দৌলতপুর যুবলীগের সভাপতি বুলবুল আহমেদ টোকেন চৌধুরী, সাধারণ সম্পাদক আবুল কাদের ও দৌলতপুর ছাত্রলীগের আহ্বায়ক চঞ্চল আহমেদসহ বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগ দলীয় চেয়ারম্যান ও অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা ২০০৪ সালের ২১ আগষ্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে সন্ত্রাস বিরোধী জনসভায় বর্তমান প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ দলীয় সভানেত্রী তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে চালানো বর্বরোচিত গ্রেনেড হামলার মূল হোতা তারেক জিয়াসহ পলাতক আসামীদের দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচার ও ফাঁশির দাবি জানান। উল্লেখ্য ওই গ্রেনেড হামলায় আওয়ামীলীগ দলীয় নেত্রী আইভি রহমানসহ অন্তত ২২ জন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী নিহত হ’ন এবং আহত অসংখ্য নেতা-কর্মী। এদিকে একই দাবিতে দৌলতপুর কলেজ ছাত্রলীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। গতকাল সোমবার বেলা ১১টায় দৌলতপুর কলেজ ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি কলেজ চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ক্যান্টিনের সামনে সমাবেশ করে।