দৌলতপুরে দুই গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

0
882

দৌলতপুর প্রতিনিধি:গতকাল সোমবার রাতে দৌলতপুর উপজেলার পৃথক দূটি ঘটনায় দুই গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। দৌলতপুর থানায় পৃথক দু’টি৩ অপমৃত্যু মামলা হয়েছে । এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানাগেছে গত সোমবার রাতে উপজেলার দৌলতপুর সদর ই্উনিয়নের দৌলতখালী বাজার পাড়ায় দিন মজুর আসাদুল ইসলামের স্ত্রী খালেদা খাতুন (২৫) নিজ ঘরের আড়ের সাথে ঝুলতে থাকলে এলাকাবাসী লাশ রশি কেটে নীচে নামালে তাকে মৃত ঘোষনা করে। এলাকাবাসী জানায় স্বামীর অত্যাচারে অতিষ্ট হয়ে এবং পারিবারিক কোলহের জের ধরে সে তার স্বামীর উপর অভিমান করে নিজ ঘরে গলায় রশি দিয়ে আত্ব্য হত্যা করেছে। অপর দিকে একই রাতে উপজেলার ৪ নং মরিচা ইউপি‘র বৈরাগীরচর গ্রামের দীন আক্তারুলের স্ত্রী সুমিতা খাতুন (২৩) স্বামীর অত্যাচারে অতিষ্ট হয়ে এবং পারিবারিক কোলহের জের ধরে সে তার স্বামীর উপর অভিমান করে নিজ ঘরে গলায় রশি দিয়ে আত্ব্য হত্যা করেছে। পুলিশ ২ জনের লাশ উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরন করেছে। এই ঘটনায় দৌলতপুর থানায় পৃথক অপমৃত্য মামলা হয়েছে, দৌলতপুরে এ বছর ৮ মাসে অপমৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৪৩ জনে।

LEAVE A REPLY