রাস্তা ও ড্রেন নির্মাণ কাজে কোন অনিয়ম হচ্ছে কিনা তা দেখার জন্য চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র ছদ্দবেশে

0
255

মাছুরা হাসান টুনি, চুয়াডাংগা জেলা প্রতিনিধি: দেখে কোনো শ্রমিক মনে হলেও ইনি আসলে তা নয় । ইনি হলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগেরর সাবেক সাধারন সম্পাদক,চুয়াডাঙ্গা জেলা যুবলীগের সাবেক আহব্বায়ক, চুয়াডাঙ্গা পৌরসভার সুযোগ্য মেয়র জিপু ভাই । যার হাত ধরে এগিয়ে যাচ্ছে চুয়াডাঙ্গা । ইনি ছদ্দবেশে পরিচয় গোপন রেখে শ্রমিকদের সাথে কাজ করেন। যদিও এখানকার প্রায় সবাই তথ্যপ্রযুক্তিতে নিজেদের কাজ দেখিয়ে ভাইরাল হতে চাই, এটা দেখে সেটা অনেকে মন্তব্য করতে পারে, কিন্তু বাস্তববতা এটাই তিনি তার রাজনেতিক জীবনে গরিব দু:খি মানুষ কে সবসময় বুকে টেনেছেন, পাশে বসে খেয়েছেন, এখনকার মেয়র দের পুলিশ পাহারা লাগে দেখি কিন্তু আমার চোখে দেখা কিছুদিন আগে ৫০মোটর সাইকেল যোগে পোরবাসীর খোঁজখবর নিতে, সত্যি তো এটাই যে তিনি পোরপিতা আর আমরা সন্তান, এগিয়ে যাও বদলে দাও

LEAVE A REPLY