দৌলতপুরে প্রতিবন্ধী স্কুল ও অটিজমের আয়োজনে ছাত্র ছাত্রীদের মাঝে হুইল চেয়ার বিতরন

0
228

আছানুল হক:কুষ্টিয়া দৌলতপুর উপজেলার এক মাত্র প্রতিবন্ধীদের শিক্ষা প্রতিষ্ঠান, দৌলতপুর প্রতিবন্ধী স্কুল ও অটিজমের আয়োজনে ছাত্র ছাত্রীদের মাঝে হুইল চেয়ার বিতরন অনুষ্ঠিত হয়েছে। বৃহঃবার সকালে স্কুল চত্তোরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ফিরোজ আল মামুন। সভাপতিত্ব করেন, উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির পান্না। প্রধান অতিথি বিদ্যালয়ে এসে প্রথমে প্রতিটি প্রতিবন্ধী ছাত্র ছাত্রীরা শারিরীক খোজঁ নেন। পরে তিনি বক্তব্য দেন এবং প্রতিটি ছাত্র ছাত্রীরা পাশে থাকার প্রতিচুতী দেন ।আর বক্তব্য রাখেন ফিরোজ আল মামুন, প্রধান শিক্ষক কবির পান্না। উক্ত অনুষ্ঠানে যে ছাত্র ছাত্রীরা হুইল চেয়ার পেলেন তারা হলেন, দৌলতপুর গরুস্থান পাড়ার, অন্তরা, রিফায়েতপুরের, মাসুম, দৌলতখালীর, সামাজুল। চেয়ার পেয়ে ছাত্র ছাত্রী সহ তাদের পরিবারের সকলে খুশি হয়েছেন। চেয়ার বিতরনের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

LEAVE A REPLY