পারফরমেন্স এ্যাওয়ার্ড পেলেন এস আই (নিঃ) মিলটন কুমার দেব দাস

0
199

নিজস্ব প্রতিবেদক: পারফরমেন্স এ্যাওয়ার্ড জুলাই/২০১৭ সাব- ইন্সপেক্টর হিসেবে দক্ষতা সাহসিকতা ও সুনাম অর্জনের জন্য কুষ্টিয়া জেলার প্রথম স্থান অর্জন করেন কুমারখালি থানার এসআই/মিলটন কুমার দেব দাস।কুমারখালি থানায় যোগদানের পর থেকে কর্মে দক্ষতা, সাহসিকতা,মাদক উদ্ধার, আসামি গেপ্তার এবং ওয়ারেন্ট তামিল,সাজা প্রাপ্ত আসামি গ্রেফতার এবং অস্ত্র উদ্ধারের জন্য তাকে পারফরমেন্স এ্যাওয়ার্ড জুলাই/২০১৭ প্রদান করা হয়। মে,জুন, জুলাই ৩য় বারের মত কুষ্টিয়া জেলার পারফরমেন্স পদক পেলেন এসআই/মিলটন কুমার দেব দাস।এসআই/মিলটন কুমার দেব দাস রাজবাড়ী জেলার কালুখালী (সাবেক পাংশা থানার) মনোজ কুমার দেব দাস ও ডলি রানীর ২য় সন্তান।তিনি ২০০২ সালে বানিজ্য বিভাগে জেলার প্রথম হিসাবে এস এস সি পাশ করে।২০০৪ সালে এইচ এস সি পাশ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে একাউন্টিং এণ্ড ইনফরমেশন সিস্টেম নিয়ে ভর্তি হয়ে বি বি এস ও এম বিএ প্রথম শ্রেনিতে উন্নীত হয়ে আই এফ আই সি ব্যাংকে চাকরী রত অবস্থায় ২০১৩ সালে পুলিশ বাহিনিতে এস আই হিসাবে যোগদান করে।সারদার ট্রেনিং এবং প্রবেশনার প্রিরিউড শেষ করে কুষ্টিয়া মডেল থানায় যোগদান করে।পরে কুমারখালি থানায় বদলী সুত্রে এসে বর্তমানে কর্মরত আছে।এসআই/মিলটন কুমার দেব দাস এর সামনের পথ চলা আরো সুন্দর হোক এই প্রত্যাশা নিয়ে নিউজ টোয়েন্টিফোর লাইভ ডট নিউজ পরিবার এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

LEAVE A REPLY