ওরা কারা,অস্ত্রহাতে চালায় ধ্বংসলীলা,
ওদের দেখে কেপে ওঠে দুধের শিশুরা?
যাদের থেকে রেহায় পায় না,
মায়ানমারের রহিঙ্গারা।
ওরা কারা দিন রাতে করছে গুলাগুলি?
পাখির মত মারছে কতশত মানুষ,
অাগুন দিয়ে ঝলছে দিচ্ছে ঘরবাড়ি!
ওরা কারা নারীদের ধরে,
লজ্জা নিচ্ছে কেড়ে?
স্তন কেটে অাগুনে পুড়িয়ে মারছে ধুকে ধুকে।
ওরা কারা হিংস্র রুপে পড়ছে ঝাপিয়ে
অস্ত্রহাতে খোলা মাঠে ধরছে রহিঙ্গা।
দেহ থেকে মস্তক খানা করছে অালাদা!
ওরা কারা,যাদের ভয়ে ঘরছাড়া রহিঙ্গা?
জীবন বাচাতে বৃদ্ধ বাবা,মা ,স্ত্রী,সন্তান সঙ্গে
নিয়ে বাংলাদেশে অাশা।
ওরাই কি সেই মায়ানমারের
মানুষ রুপি রক্ত পিপাসু হায়েনা?
যাদের ভয়ে ঘরছাড়া নিরীহ রহিঙ্গারা।