দৌলতপুর কলেজে অনার্স পরীক্ষা কেন্দ্র অনুমোদন

0
489

দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর কলেজে অনার্স পরীক্ষা কেন্দ্র অনুমোদন দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় দৌলতপুর কলেজের অনার্স পরীক্ষা কেন্দ্র অনুমোদন দেওয়া হয়। ২০১৬-২০১৭ শিক্ষা বর্ষের প্রথম বর্ষ অনার্স পরীক্ষা আগামী ৪ আক্টোবর থেকে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সে অনুযায়ী অনুমোদন পাওয়া দৌলতপুর কলেজ কেন্দ্রে ২০১৬-২০১৭ শিক্ষা বর্ষের প্রথম বর্ষ অনার্স পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিকে দৌলতপুর কলেজে অনার্স কেন্দ্র প্রাপ্তিতে দৌলতপুর কলেজের সকল শিক্ষক শিক্ষার্থী সন্তোষ প্রকাশ করে দৌলতপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ছাদিকুজ্জামানকে অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দনে শিক্ষকবৃন্দ জানিয়েছেন, দৌলতপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ছাদিকুজ্জামান-এর প্রচেষ্টার কারনে দৌলতপুর কলেজে অনার্স পরীক্ষার কেন্দ্র জাতীয় বিশ্ববিদ্যালয় অনুমোদ দিয়েছে। উল্লেখ্য দৌলতপুর কলেজে ৮টি বিষয়ে অনার্স কোর্স চালুসহ এবছর ২টি বিষয়ে মাষ্টার্স কোর্স চালু হয়েছে। ২০১৬-২০১৭ শিক্ষা বর্ষের ৩’শ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিবে।

LEAVE A REPLY