সাজেদুল ইসলাম টিটু,পাঁচবিবি(জয়পুরহাট)সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবিতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অটোভ্যান ও মোবাইল হারিয়ে রাব্বি হাসান (১৬) নামের এক কিশোরের ঠাঁই হয়েছে হাসপাতালে। সে ঘোড়াঘাট উপজেলার পালশা গ্রামের ইউনুছের ছেলে। গত কাল মঙ্গলবার রাত সাড়ে ৯ টায় ছাগল হাটিতে যাত্রীবেশে অজ্ঞান পার্টির লোকজন রাব্বি হাসান কে পান খাইয়ে দোকানে পাঠিয়ে অটোভ্যান নিয়ে চম্পট দেয়। এর আগে কৌশলে তার কাছ থেকে মোবাইলটিও তারা হাতিয়ে নেয়। এর পর রাব্বি হাসান রেল বস্তির কাছাকাছি এসে জ্ঞান হারিয়ে ফেলে। লোকজন তাকে পৌর প্রেসক্লাবে নিয়ে আসে। পৌর প্রেসক্লাবের সহযোগীতায় রাত ১০ টায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আজ বুধবার সকালে হাসপাতালে গিয়ে দেখা যায় রাব্বি হাসান সুস্থ হয়েছে। তার বাবা ইউনুছের সাথে মুঠোফোনে কথা বলেন প্রতিবেদক। তিনি ছেলের খোঁজ পেয়ে হাউমাউ করে কেঁদে ফেলেন। অটোভ্যান মোবাইল খোয়া গেছে যাক। তার ছেলে বেঁচে আছে এতেই তিনি সন্তষ্ট। খবর পেয়েই সন্তানকে নেয়ার জন্য হাসপাতাল অভিমুখে রওনা দিয়েছেন তিনি। রাব্বি হাসান বলেন,গতকাল মঙ্গল বার বিকালে ডুগডুগি মোড় থেকে ৩ পুরুষ ও ১ নারী যাত্রী তার অটোভ্যানে ওঠে। ভ্যান রিজার্ভ নিয়ে তারা সারাদিন ঘুড়ে বেড়ায়। রাতে পাঁচবিবি ছাগল হাটিতে এই ঘটনা ঘটায়।