দৌলতপুর সিমান্তে মাদক ও চোরাচালান রোধ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

0
138

দৌলতপুর প্রতিনিধি:কুষ্টিয়ার দৌলতপুর সিমান্তে মাদক ও চোরা চালান রোধ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ সেপ্টেম্বর রবিবার বিকেল ৪টায় গরুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) সংসদ সদস্য আলহাজ্ব মোঃ রেজ্উাল হক চৌধূরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাজী তৌফিকুর রহমান, বিজিবি সেক্টর কমান্ডার আবু সাঈদ আল মাসুদ, ৪৭ ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম, ওসি শাহ দারা খাঁন পিপিএম, কুষ্টিয়া মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান, সভাপতিত্ব করেন ৪৭ বর্ডার গার্ড অধিনায়ক লেঃকর্ণেল রাশেদুল হক খাঁন পিপিএম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আদাবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান মকবুল হোসেন ও প্রাগপুর ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল মাষ্টার। বক্তারা মাদক ও চোরা চালান রোধ কল্পে ব্যাপক আলোচনা করেন এবং মাদকের প্রভাব সম্পর্কে এলাকার মানুষকে সচেতন মূলক বক্তব্যদেন।

LEAVE A REPLY