দৌলতপুর প্রতিনিধি:কুষ্টিয়ার দৌলতপুরে ৪ কেজি ৭ শত গাঁজা ও একটি রেজিষ্ট্রেশন বিহীন এ্যপাসি আর.টি.আর.মটর সাইকেলসহ ভাগজোত কাষ্টম মোড় পূর্ব পাড়ার হারেজ মাঝির ছেলে সোহেল রানা হিরোন(২৪ ) ও বাবুল হকের ছেলে রাহান কবির দোলন(১৩) নামে দু‘জনকে গ্রেফতার করেছে পুলিশ । পুলিশ ও প্রত্যক্ষ দর্শীরা জানান শুক্র বার রাত সাড়ে ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হোসেনাবাদ মাঠের ভিতর মাদ্রাসার সামনে থেকে এস.আই শাহাদত সংঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৪ কেজি ৭ শত গ্রাম গাঁজা একটি এ্যাপাসী মটরসাইকেলসহ তাদের গ্রেফতার করে। এব্যাপারে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ্ দারা খাঁন পিপিএম সাংবাদিকদের জানান ৪ কেজি ৭ শত গ্রাম গাঁজা ও একটি রেজিষ্ট্রেশন বিহীন এ্যাপাসী আর.টি.আর মটর সাইকেল সহ দু’জকে গ্রেফতার করা হয়েছে, তাদের মধ্যে একজন কিশোর । তাদের বিরুদ্ধে দৌলতপুর থানায় মাদকের একটি মামলা করা হয়েছে।