কুমারখালি প্রতিনিধি ।। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রায় ছিনতাই হওয়ার ১৬মাস পরে ছিনতাইকৃত মোটর সাইকেল উদ্ধার ও জড়িত ২ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে কুমারখালী থানা পুলিশ। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, গোপন সংবাদের মাধ্যেমে আমরা জানতে পারি ২০১৬ সালের ২১জুন রাতে উপজেলার যদুবয়রার রাস্তা থেকে ছিনতাই হওয়া মোটর সাইকেলসহ দুই ছিনতাইকারী কুষ্টিয়া সদর উপজেলার চর-গোপালপুর গ্রামের একটি বাড়ীতে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে কুমারখালী থানা পুলিশের একটি টিম সেখানে অভিযান চালিয়ে দুই ছিনতাইকারী মোফাজ্জেল হোসেন (৪০) ও বিপ্লব হক বিপু (২৯)কে ছিনতাইকৃত একটি বাজাজ ডিসকোভারী মোটর সাইকেলসহ আটক করে। আটককৃত ছিনতাইকারী মোফাজ্জেল হোসেন সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের চর-গোপালপুর এলাকার মৃত ইব্রহিম হোসেনের ছেলে অপর ছিনকাইকারী বিপ্লব হক বিপু একই এলাকার শরিফুল হকের ছেলে।