ভেড়ামারায় ট্রেন লাইনচ্যুত ।। সকল রুটে ট্রেন চলাচল বন্ধ

0
173

ভেড়ামারা প্রতিনিধিঃ কুষ্টিয়ার ভেড়ামারায় মধুমতি এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়ে পড়েছে। এ ঘটনায় আপ লাইনে রাজশাহী যাওয়ার পথে আকস্মিক এই দূর্ঘটনায় কয়েকজন যাত্রী আহত হয়। রোববার রাত পৌনে আটটার দিকে ভেড়ামারা দক্ষিন রেলগেটে গোয়ালন্দ থেকে ছেড়ে যাওয়া রাজশাহী অভিমুখী মধুমতি এক্সপ্রেস লাইনচ্যুত হয়। তবে কেবিন সিগন্যালে ত্রুটির কারনে এই দূর্ঘটনা ঘটতে পারে বলে ধারনা করা হচ্ছে। লাইনচ্যুতর ঘটনায় খুলনা থেকে ঢাকা, খুলনা থেকে রাজশাহী ও খুলনা থেকে চিলাহাটি রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে। পাকশী কন্ট্রোল অফিসের পিএনএল শাহীনুল ইসলাম জানান, দূর্ঘটনা কবলিত ট্রেনটিকে উদ্ধার করার জন্য ঈশ্বরদী থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্য রওনা দেয়ার খবর নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY