রনি অাহমেদঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়েন মহিষকুন্ডি বাজারে অবৈধ তামীম হসপিটাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার ও মথুরাপুর স্কুল বাজারে কোহিনুর নার্সিংহোমে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করেছে।জানাগেছে ৪ অক্টোবর বুধবার সকাল সাড়ে ১১ টার সময় ডাঃ গোলাম জিল আসমা উল হুসনা এর তত্বাবধানে, দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যজিট্রেট মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ডাঃ তরিকুল ইসলামের মহিষকুন্ডি বাজারস্থ তামীম হসপিটাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে অভিযান চালিয়ে রেজিঃ বিহীন অনিয়ম ও অবৈধ ভাবে হসপিটাল চালানোর জন্য ৬০ হাজার ও কাজের মেয়ে জুলেখা খাতুন পারুলকে নার্স হিসেবে কর্মে নিয়োগ, অবৈধ ভাবে গর্ভপাত ও ডাক্তার ছাড়া অপারেশন করার অপরাধে মেডিকেল আইনের ২৮ ও ২৯ ধারা মতে ডাঃ তারিকুল ও অবৈধ ভাবে নিয়োগ নার্স জুলেখা (১৮) এর ১০ হাজার মোট ৬০ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত।অপোর অভিযানে মথুরাপুর স্কুল বাজারে অবস্থিত কোহিনুর নার্সিংহোমে ১০ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত। এ সময় এলাকার অন্যান্য অবৈধ ভাবে গড়ে ওঠা ক্লিনিক গুলি ঝটফট বন্ধ করে পালিয়ে যায়। জানাগেছে দৌলতপুরে প্রায় শতাধিক ক্লিনিক অবৈধ ভাবে পরিচালিত হচ্ছে, যার ফলে প্রতি নিয়ত রোগীর জীবন বিপন্ন হতে চলেছে।
Home আইন ও বিচার দৌলতপুরে অবৈধ তামীম হাসপিটাল ও কোহিনুর নার্সিংহোমে অভিযান : ভ্রাম্যমান আদালতে ৭০...