কুষ্টিয়ায় লালন মেলাকে মাদকমুক্ত করতে মানববন্ধন

0
227

নিজস্ব প্রতিবেদক ।।  ‘মাদকমুক্ত লালন মেলা চাই’ এই স্লোগানে কুষ্টিয়ার কুমারখালীর ছেউড়িয়ায় ফকির লালন শাহর মাজার চত্বরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১১টায় কুষ্টিয়া জেলা মাদক প্রতিরোধ কমিটির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে তিনদিনব্যাপী ফকির লালন শাহর ১২৭তম তিরোধান দিবস।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘বাউলরা মাদক সেবন করেন না। মাদকের ব্যবসাও করেন না। দেশের বিভিন্ন মাজারে মাদক ব্যবসায়ীদের একটি বড় সিন্ডিকেট আছে। ওই সিন্ডিকেট মাজারে মাদকের ব্যবসা করে। দেশ ও জাতিকে বাঁচাতে এই মাদক ব্যবসায়ীদের রুখতে হবে।’
মানববন্ধনে বাউল, সাধক, লালন অনুরাগীসহ লালন মাজার এলাকার শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা মাদক প্রতিরোধ কমিটির সভাপতি হাসিবুর রহমান রিজু, মাদক প্রতিরোধ কমিটি ও কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রানা, লালন একাডেমির সাবেক সাধারণ সম্পাদক সেলিম হক, চাপড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং লালন একাডেমির সাবেক যুগ্ম সম্পাদক এনামুল হক মঞ্জু, চাপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির হাসান রিন্টু, এপেক্স ক্লাবের সভাপতি কে এম জাহিদসহ মাদক প্রতিরোধ কমিটির নেতারা।

LEAVE A REPLY