দৌলতপুর প্রতিনিধি:কুষ্টিয়ার দৌলতপুর কলেজে রোভার ও গার্ল-ইন রোভার ৩ দিন ব্যাপী সমাবেশ নানা আয়োজনের মধ্য দিয়ে শনিবার গভীর রাতে শেষ হয়েছে। দৌলতপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ছাদিকুজ্জামানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যজিষ্ট্রেট জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন, দৌলতপুর কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি এ্যাড. হাসানুল আসকার হাসু ও জেলা রোভার সম্পাদক ও কুষ্টিয়া সরকারী কলেজের সহকারী অধ্যাপক একেএম সামসুল হক। স্বাগত বক্তব্য রাখেন, দৌলতপুর কলেজের শরীরচর্চা শিক্ষক আবুল হোসেন। এসময় উপস্থিত ছিলেন, দৌলতখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবর রহমান ও তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম। সমাবেশে দৌলতপুর কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত