দৌলতপুর সিমান্তে বিএসএফ’র গুলিতে চোরা কারবারী আহত

0
234

দৌলতপুর প্রতিনিধি :কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের জামালপুর সিমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশের সংগবদ্ধ এক চোরা কারবারী আহত হওয়ার খবর পাওয়াগেছে। এলাকাবাসী জানায় এলাকার জামালপুর সিমান্তে শনিবার ৭ অক্টোবর রাত পোনে ২ টার সময় ১৫২/১৩ এস পিলারের কাছে বিজিবি ক্যাম্প এলাকায় বুলবুল পিতা মোবার আলি, খয়ের, লিটন, বাবু সর্ব সাং জামালপুর, সংগবদ্ধ চোরা কারবারীরা ভারত থেকে একই এলাকার মাদক ব্যবসায়ী শাহাবুল নামের এক জনের ফেন্সিডিল সিমান্ত পার করার সময় ভারতের বিএসএফ গুলি করে, ঐ গুলিতে বুলবুল মাঝায় গুলিবৃদ্ধ হয়ে আহত হয়, বুলবুল গোপনে চিকিৎসার জন্য গা ঢাকা দিয়েছে। এদিকে গুলির শব্দে এলাকায় আতংক ছড়িয়ে পড়ে, এলাকাবাসী দিকবিদিক ছোটাছুটি করতে থাকে। জামালপুর বিজিবি ক্যাম্প ইনচার্জ নায়েক সুবেদার আব্দুর রাজ্জাক জানান গুলির শব্দ শোনা গেছে, লোক মুখে এক জনের আহত হওয়ার খবর এসেছে,আবার চোরা কারবারীরা নিজেদের মধ্যে মাল কাড়া-কাড়ীকে কেন্দ্র করে ঘটনা ঘটতে পারে বলে ধারনা করা হচ্ছে, তবে কাহাকেও ঘটনা স্থলে পাওয়া যায়নি। স্থানীয় চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল জানান এলাকাবাসী বিষয়টি বলেছে, ঘটনার সত্যতা পাওয়া গেছে।

LEAVE A REPLY