দৌলতপুরে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

0
955

রনি অাহমেদ:কুষ্টিয়ার দৌলতপুরে ইয়াবা সহ কুখ্যাত মাদক সম্রাট টিপু সুলতান (৩৫) ও শিপলু (৩৫) নামে দুই জনকে গ্রেফতার করেছে দৌলতপুর থানা পুলিশ।পুলিশ জারায় ১০ অক্টোবর মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানা পুলিশের এস আই অাঃ রাজ্জাক এর নেতৃত্বে,এস আই ইন্দ্রজিৎ সংঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার আল্লারদর্গা গোহাট পাড়া এলাকার থেকে ১০ পিচ ইয়াবাসহ তাদের গ্রেফতার করে।গ্রেফতারকৃতরা হলেন আল্লারদর্গা গোহাট পাড়া এলাকার কুখ্যাত মাদক সম্রাট মতিয়ারের ছেলে টিপু সুলতান ও একই এলাকার অাব্দুর রহমানের ছেলে শিপলু ।এ ব্যাপারে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ্ দারা খাঁন পিপিএম জানান টিপু সুলতান ও শিপলু  নামে দুই মাদক ব্যাবসায়ী কে গ্রেফতার করা হয়েছে,তার নামে থানায় মাদক আইনে মামলা হয়েছে।তিনি অারো জানান তারা এলাকার কুখ্যাত মাদক সম্রাট,তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যাবসা  করে অাসছিল।

LEAVE A REPLY