দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর কলেজে অনার্স প্রথম বর্ষের ক্লাস উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার বেলা ১১টায় ২০১৭-২০১৮ শিক্ষা বর্ষের অনার্স প্রথম বর্ষের ক্লাস আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন ঘোষনা করেন, দৌলতপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ছাদিকুজ্জামান। এসময় বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। দৌলতপুর কলেজের লালন শাহ ভবন মিলনায়তনে উদ্বোধনপূর্ব সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, বাংলা বিভাগের প্রভাষক ফারজানা ববি লিনা, সহকারী অধ্যাপক সরকার সরকার আমিরুল ইসলাম ও বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ওহিদুল ইসলাম। ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক শরীফুল ইসলামের সঞ্চালনে ক্লাস উদ্বোধন শেষে উপস্থিত বিভিন্ন বিভাগের শিক্ষার্তীদের ফুল দিয়ে বরন করে নেওয়া হয়। এরপর ব্যবস্থাপনা বিভাগসহ অনার্স সকল বিভাগের শিক্ষকবৃন্দ নিজ নিজ বিভাগে প্রথম বর্ষের শিক্ষার্থীদের সাথে পরিচিত হোন।