নিজস্ব প্রতিবেদক:কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান, কুষ্টিয়া চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রিজ এর সভাপতি ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজ্বী রবিউল ইসলামের আরোগ্য কামনায় দোয়া মাহফিল করেছে জেলা পরিষদের নির্বাচিত সদস্য, কর্মকর্তা কর্মচারীবৃন্দ। গতকাল সকাল ১১টায় জেলা পরিষদ হলরুমে পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল বায়েছ মিয়ার সভাপতিত্বে এ দোয়া মাহফিল পরিচালনা করেন থানা পাড়া জামে মসজিদের ইমাম। এসময় চেয়ারম্যান হাজ্বী রবিউল ইসলামের রোগ মুক্তি কামনা করে দ্রুত তার সুস্থতা চেয়ে দোয়া প্রার্থনা করেন সকলে। এবং কুষ্টিয়াবাসীর উন্নয়ন কাজে যেন তিনি দ্রত অংশ গ্রহন করতে পারেন এ কামনাও করা হয়। এসময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা পরিষদের প্রকৌশলী ইঞ্জিনিয়ার মতিয়ার রহমান, প্রশাসনিক কর্মকর্তা শেখ শাহিনুজজামান, নির্বাচিত সদস্য আব্দুল মজিদ, আশাদুজ্জামান লোটন, হাজ্বী মোহাম্মদ আলী, মোঃ শরিফুল ইসলাম, মহিলাসদস্যসহ কর্মকর্তা কর্মচারীগন।