রনি অাহমেদ:কুষ্টিয়ার দৌলতপুরে অস্ত্র ও গুলিসহ ৩ সন্ত্রাসীকে আটক করেছে দৌলতপুর থানা পুলিশ। শনিবার ভোরে উপজেলার ধর্মদহ ব্যাঙগাড়ী মাঠ থেকে একটি শার্টার গান, ২ রাউন্ড গুলি ও একটি হাসুয়াসহ তাদের আটক করা হয়। আটকৃতরা হলেন- উপজেলার দৌলতপুর ইউ,পির দৌলতখালী গ্রামের তৌহিদুল ইসলামের ছেলে মোহন (৩০), হাসিম উদ্দিনের ছেলে তফিকুল (২৬), এবং ফিলিপনগর গ্রামের হাফেজ উদ্দিনের ছেলে সেলিম (২৪)।দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ্ দারা খাঁন পিপিএম সাংবাদিকদের জানান, সন্ত্রাসী কর্মকান্ড ঘটানোর জন্য একদল সন্ত্রাসী ব্যাঙগাড়ী মাঠে অবস্থানের গোপন সংবাদ পেয়ে দৌলতপুর থানার এসআই গৌতমের, তেকালা পুলিশ ক্যাম্পের ইনর্চাজ এ এস আই অাসাদ সঙ্গীয় ফোর্স নায়ে অভিযান চালিয়ে ৩ সন্ত্রাসীকে আটক করে।ওসি অারো জানান অাটকৃত মোহন কুষ্টিয়া জেলাসহ দেশের বিভিন্ন জেলার গোরু চুরি,মোটরসাইকেল ছিনতাই সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত। এ সময় তাদের কাছ থেকে একটি শার্টার গান, ২ রাউন্ড গুলি ও একটি হাসুয়া উদ্ধার করা হয়।