দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মহিষকুন্ডি মাঠপাড়া গ্রামে আগুনে ৩ বাড়ী ভষ্মিভুত হয়েছে। জানাগেছে রবিবার বেলা ১.৩০ সময় এলাকার মহিষকুন্ডি মাঠপাড়া গ্রামে ফকির মন্ডলের বাড়ী, ছেলে মজিবার ও লালুর বাড়ী পুড়ে ছাই হয়ে গেছে। এলাকাবাসী জানায় প্রতিবেশীর বাড়ীর চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত হয়ে সমস্ত বাড়ীতে আগুন ছড়িয়ে পড়ে, বাড়ীর আসবাবপত্র,মূল্যবান সামগ্রী সমস্ত পুড়ে ছাই হয়ে যায়, এলাকার লোকজন আগুন নিয়›ত্রণ করে। পরিবার গুলির পক্ষ থেকে জানাগেছে ক্ষতির পরিমান প্রায় ২ লাখ টাকা। পরিবার গুলি বর্তমানে খোলা আকাশের নীচে রয়েছে।