দৌলতপুরে অসহায় স্বামীর জমি হাতিয়ে নিয়ে স্ত্রীর  অন্যের সাথে বিয়ে

0
1057

আছানুল হক: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দফাদার পাড়া গ্রামের, জামাল সর্দারের মেয়ে দুই সন্তানের মা শিল্পী অাক্তার অসহায় স্বামীর বসত ভিটা হাতিয়ে নিয়ে অন্যের সাথে বিয়ে করেছে বলে জানাগেছে।শিল্পীর আগের স্বামী আশরাফুল ইসলাম জানান, আমার পূর্বের বাড়ী ছিল ইসলামপুর হাজির হাট পদ্মার পার্শে। বসত ভিটা সহ সব জমি নদী গর্ভে চলেগেছে।আমি পরে দফাদার পাড়াতে উঠে আসি।আমি ১৯৯২ সালে এইচ এস সি পাশ করেছি তারপর থেকে অামি তিলের খাজাঁ বিক্রয় করে এই জমিটা ক্রয় করি আমার ছেলে মেয়ের জন্য এই টুকু শেষ সম্বল। সেই বসত ভিটা হাতিয়ে নিয়ে  শিল্পী আমাকে ডিভোজ দিয়ে অন্যের সাথে বিয়ে করেছে এখন অামি ছেলে মেয়েকে নিয়ে আমি পথে বসে আছি। এ বিষয়ে শিল্পীর ভাই রবিউল জানান, আশরাফুল অতি ভাল মানুষ সে আমার বোনকে রাজার মত রাখত এটাই তার বড় অপরাধ তবে আমার বোন যা করেছে তার প্রতিবাদ জানায় ও আশরাফুলের উপর যে অবিচার কার হয়েছে তার বিচার চাই যেন কোন অসহায় স্বামীর উপর কোন স্ত্রী এমন না করতে পারে।
এ বিষয়ে শিল্পীর মা রকেয়া জানান আমার জামায় আশরাফুল বড় কষ্টো করে জিমিটা আমার কাছ থেকে ক্রয় করে তবে আমার মেয়ে এমন করবে বুঝতে পারিনি তিনি আর জানান আমি মিথ্যা বলবোনা এই জমি আশফুলের টাকা দিয়েয় কেনা তবে আমার মেয়ের নামে করা হয়।এ বিষয়ে আশরাফুল বাদী হয়ে দৌলতপুর থানাতে একটি অভিযোগ করেছে বলে জানাগেছে।

LEAVE A REPLY