দৌলতপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

0
132
ছবি : সভার

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে চোরাচালান নিরোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং আইন শৃঙ্খলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে তাঁর কার্যালয়ে এসব সভা অনুষ্ঠিত হয়। সভায় আইন শৃঙ্খলার উন্নয়ন, মাদক প্রতিরোধ, বাল্য বিবাহ, গৃহবধু ধর্ষন ও জলাবদ্ধতা নিরসনসহ বিভিন্ন বিষয় নিয়ে বিষদ আলোচনা হয়। সভায় নিজ নিজ মতামত তুলে ধরে বক্তব্য রাখেন, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান ফিরোজ আল মামুন, দৌলতপুর থানার ওসি (তদন্ত) আজগর আলী, দৌলতপুর দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম, মহিষকুন্ডি বিজিবি কোম্পানী কমান্ডার সুবেদার আশরাফ, আদাবাড়িয়া ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন, মথুরাপুর ইউপি চেয়ারম্যান সরদার হাসিম উদ্দিন হাসু, হোগলবাড়িয়া ইউপি চেয়ারম্যান সেলিম চৌধুরী, দৌলতপুর গার্লস কলেজের অধ্যক্ষ রেজাউল করিম, প্রাগপুর ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল মাষ্টার, ফিলিপনগর ইউপি চেয়ারম্যান একেএম ফজলুল হক কবিরাজ, দৌলতপুর ইউপি চেয়ারম্যান মহিউল আলম, মরিচা ইউপি চেয়ারম্যান শাহ আলমগীর, রিফায়েতপুর ইউপি চেয়ারম্যান জামিরুল ইসলাম বাবু ও প্রভাষক শরীফুল ইসলাম। সভায় আইন শৃঙ্খলা উন্নয়ন কমিটির সভাপতি ও দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. তৌফিকুর রহমান বলেন, আমরা যে যার অবস্থানে আছি সে অবস্থান থেকে নিজ নিজ দায়িত্ব সঠিক ও সততার সাথে পালন করি তা’হলে সমাজের যেসব অনিয়ম দূর্নীতি আছে তা দূর করা সম্ভব হবে। সভায় দৌলতপুর সহাকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান মঈন উদ্দিন মোহনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজন উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY