রনি অাহমেদঃ পুলিশই জনতা-জনতাই পুলিশ” এই শ্লোগানকে সামনে রেখে
সারা দেশের মতো কুষ্টিয়ার দৌলতপুর থানা পুলিশের আয়োজনে
কমিউনিটি পুলিশং ডে ২০১৭ উপলক্ষে র্যালী ও অালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকাল ১০ টার দৌলতপুর থানা চত্বর থেকে র্যালীর মধ্যদিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। র্যালী শেষে উপজেলা অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭৫ কুষ্টিয়া ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃরেজাউল হক চৌধুরী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান,মোঃফিরোজ আল মামুন, সহকারী কমিশনার ভূমি,মোঃজাহাঙ্গীর আলম,কমিউনিটি পুলিশং দৌলতপুর উপজেলার সভাপতি,মোঃসেলিম চৌধুরী,দৌলতপুর থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোঃঅাজগর হোসেন, জেলা পরিষদ সদস্য আব্দুলহেল বাকীসহ কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য বিন্দ।উক্ত আলোচনা সভাতে সভাপতিত্ব করেন, দৌলতপুর থানা অফিসার ইনচার্জ শাহ্ দারা খাঁন পিপিএম। উক্ত আলোচনা সভাতে বক্তব্য রাখেন,সংসদ আলহাজ্ব মোঃ রেজাউল হক চৌধুরী,উপজেলা চেয়ারম্যান মোঃফিরোজ অাল মামুন সহকারী কমিশনার ভূমি, মোঃজাহাঙ্গীর আলম,মোঃসেলিম চৌধুরী, আব্দুল বাকীসহ অারো অনেকে।বক্তারা পুলিশই জনতা-জনতাই পুলিশ” এই শ্লোগানকে সামনে রেখে কমিউনিটি পুলিশং এর কার্যকরীতা বৃদ্ধি করার জন্য সবাইকে এগিয়ে আসার আহবান জানান। যাতে সমাজ থেকে বাল্যবিবাহ, মাদক, অসামাজিক কাজ দুর করা যাই।