কুষ্টিয়ায় ৪টি ফার্মেসির মালিককে ২৩ হাজার টাকা জরিমানা

0
265

এসএম জামালঃ কুষ্টিয়ায় মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে এবং ড্রাগ লাইসেন্সবিহীন ফার্মেসির ব্যবসা করার অপরাধে ৪টি ফার্মেসির মালিককে ২৩ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

রোববার বিকেলে শহরের হাসপাতাল মোড়ে এই অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ।

আদালতসুত্র জানা যায়, মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে এবং ড্রাগ লাইসেন্সবিহীন ফার্মেসির ব্যবসা করার অপরাধে ঔষধ আইন,১৯৪০ মোতাবেক হাসপাতাল মোড়ের মেরিন ফার্মেসি, রুবেল মেডিসিন কর্নার, আসিফ ফার্মেসি ও খান সার্জিক্যাল নামের ৪টি ফার্মেসির মালিককে ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এসময় জেলা ড্রাগ সুপার মোঃ ওয়াহিদুর রহমানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY