কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার মিরপুরে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট ‘ডিএনসি কাপ-২০১৭’ এর শুভ উদ্ধোধন করা হয়েছে। রবিবার বিকেলে পোড়াদহ ইউনিয়ন ফুটবল মাঠে এ টুণামেন্টের শুভ উদ্ধোধন করেন, স্থানীয় সরকার বিভাগ কুষ্টিয়ার উপ-পরিচালক আনোয়ার হোসেন।
পোড়াদহ ইউপি চেয়ারম্যান ফারুকুজ্জামান জনের সভাপতিত্বে বিশেষ অথিতির বক্তব্য রাখেন, মিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম জামাল আহমেদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রন কুষ্টিয়া জেলার সহকারী পরিচালক মিজানুর রহমান, জেলা শিক্ষা অফিসার জায়েদুর রহমান, সাফ এর নির্বাহী পরিচালক মীর আব্দুর রাজ্জাক, কুষ্টিয়া জেলা মাদক প্রতিরোধ কমিটির সভাপতি হাসিবুর রহমান রিজু।
এসময় বক্তারা বলেন, মাদক নির্মুল করতে এটি একটি কৌশল মাত্র। মাদকমুক্ত জেলা ঘোষনা করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। মাদক ছেড়ে কলম ধরে সুশিক্ষায় শিক্ষিত হয়ে সুশিক্ষিত জাতী গঠনে ভূমিকা রাখতেও অনুরোধ জানান বক্তারা।
এসময় মিরপুর উপজেলা ভাইচ চেয়ারম্যান (মহিলা) শারমিন আক্তার নাসরিন, মিরপুর উপজেলা শিক্ষা অফিসার (মাধ্যমিক) জুলফিকার হায়দার, মিরপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আনোয়ারুজ্জামান বিশ্বাস মজনু, মিরপুর উপজেলা শিক্ষা অফিসার সিরাজুল ইসলাম, কুষ্টিয়া জেলা মাদক প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক সোহেল রানা, সাংগাঠনিক সম্পাদক শাহরিয়ার ইমন রুবেল, যুগ্ম-সাধারন সম্পাদক ইসমাইল হোসেন, অানোয়ার হোসেন, সাংগাঠনিক সম্পাদক অভি মোল্লা, সহ-প্রচার সম্পাদক অাল-অামিন খান রাব্বি, মিরপুর উপজেলা মাদক প্রতিরোধ কমিটির যুগ্ম-আহবায়ক আলম মন্ডল, পোড়াদহ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোশাররফ হোসেন, পোড়াদহ ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক স্বপন কুমার চক্রবর্তী, মিরপুর উপজেলা শ্রমিকলীগের সহ-সভাপতি ও পোড়াদহ ইউপি প্যানেল চেয়ারম্যান সেলিম হাসান মেম্বার,পোড়াদহ কলেজের অধ্যক্ষ মোশাররফ হোসেন, পোড়াদহ ক্যাম্প-ইন-চার্জ এসআই মাজহারুল ইসলাম, কুষ্টিয়া জেলা জাসদ ছাত্রলীগ নেতা (সাবেক) বনি আমিন, রাহাতুজ্জামান রাহাত, আরিফ আহমেদ রঞ্জুসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ স্থানীয় জনতা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদফতরের পরিদর্শক তারেক মাহমুদ।
উদ্ধোধনী খেলায় ভেড়ামারা ষোলদাগ মাধ্যমিক বিদ্যালয় ও আমলা সদরপুর মাধ্যমিক বিদ্যালয় অংশগ্রহন করেন।