দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় শ্রমিক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ নভেম্বর শনিবার সকাল ১১ টায় এলাকার আল্লারদর্গাস্থ আওয়ামীলীগ অফিসে অনুষ্ঠিত জাতীয় শ্রমিক লীগ দৌলতপুর আয়োজিত বর্ধিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় শ্রমিক লীগ সভাপতি মোঃ গোলাম মোস্তফা, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক আমজাদ আালি খাঁন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোগলবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান সেলিম চৌধূরী, দৌলতপুর যুবলীগ সভাপতি বুলবুল আহাম্মেদ চৌধূরী, ফারুক আহাম্মেদ, এ্যাডঃ নজরুল ইসলাম, ইমরান হোসেন চৌধূরী, সভাপতিত্ব করেন হোগল বাড়ীয়া ইউনিয়ন আ’লীগ সভাপতি হাবিবুর রহমান লস্কর। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রমিক নেতা বিচ্ছাদ আলি, শহিদুল ইসলাম মেম্বর, সাজদার আলি মেম্বার, আব্দুল মান্নান প্রমূখ। বক্তব্য শেষে এম.এ. মান্নানকে আহবায়ক ও ওয়াজেদ আলি চিনু, মোঃ বিচ্ছাদ আলি, শহিদুল ইসলাম মেম্বার, সামীম হোসাইন, মোঃ আইনুল হক ও একরামূল হককে যুগ্ম আহবায়ক করে ৪৫ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।