কুষ্টিয়ায় ডিএনসি কাপের ফাইনাল খেলা অনুষ্ঠিত

0
59
নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ায় মাদক বিরোধী ফুটবল টুর্ণামেন্ট (ডিএনসি কাপ) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে কুষ্টিয়া স্টেডিয়ামে খোকসা উপজেলার ওসমানপুর মাধ্যমিক বিদ্যালয় বনাম সদর উপজেলার হাউজিং এষ্টেট মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. জহির রায়হান। এসময় সংক্ষিপ্ত আলোচনা সভায় মাদকের কুফল সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করে জেলার জেলা প্রশাসক বলেন, সব মাদকাসক্তির প্রথম ধাপ হলো ধূমপান। এটি বিষপানের চেয়েও ভয়ংকর। বিষপানে মৃত্যু ঘটে, কিন্তু ধূমপানে মানুষ ধুঁকে ধুঁকে মরে। তিনি বলেন, ‘মাদকাসক্ত ব্যক্তি যেমন সমাজের ক্ষতির কারণ হয়, তেমনি একটি পরিবারকে নিঃশেষ করে। বর্তমান সময়ের সবচেয়ে ভয়াবহ সমস্যা মাদক। এর বিষাক্ত থাবায় আক্রান্ত হচ্ছে নতুন প্রজন্ম। আমাদের স্কুলপড়ুয়া শিক্ষার্থীরা জড়িয়ে পড়ছে মাদকের নেশায়। এটা আমাদের জন্য অশনিসংকেত। তাই মাদক ছেড়ে বেশি বেশি করে সকল শিক্ষা প্রতিষ্ঠানে এমন খেলাধুলার আয়োজন করার আহবান জানান। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমানের সভাপতিত্বে এসময় কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক এ্যাড. অনুপ কুমার নন্দী, সহ-সাধারন সম্পাদক খন্দকার ইকবাল মাহমুদ, জেলা শিক্ষা অফিসার মোঃ জায়েদুর রহমান, জেলা ক্রীড়া অফিসার আবু জাফর, জেলা মাদক প্রতিরোধ কমিটির সভাপতি হাসিবুর রহমান রিজু, সাফের নির্বাহী পরিচালক মীর আঃ রাজ্জাক, সাংবাদিক এসএম জামাল, সোহেল রানা, শাহরিয়ার ইমন রুবেল অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান জানান, পরিবার থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানে মাদকের ভয়াবহতা নিয়ে সচেতনতা তৈরি না করলে আমরা কোনো দিনও মাথা তুলে দাঁড়াতে পারব না।’ তাই মাদক থেকে তরুন ও যুব সমাজকে দুরে রাখতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে ডিএনসি কাপ ফুটবল টুর্ণামেন্ট’র আয়োজন করা হয়েছে। জেলার বিভিন্ন উপজেলা পর্যায়ে টুর্ণামেন্ট শেষে ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যকার খেলা শেষে ট্রাইব্রেকারে খোকসা উপজেলার ওসমানপুর মাধ্যমিক বিদ্যালয় ২-০ গোলে সদর উপজেলার হাউজিং এষ্টেট মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পরে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ। খেলার শুরুতেই খেলোয়াড়দের মাদকবিরোধী শপথ পাঠ করানো হয়। মাদকবিরোধী শপথ পাঠ করান মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তারেক মাহমুদ।

 

LEAVE A REPLY