নিজস্ব প্রতিবেদকঃ কুষ্টিয়া দৌলতপুর উপজেলার ১১ নং আদাবাড়ীয়া ইউ.পি-র অর্ন্তগত তেকালা গ্রামের পুর্ব পাড়া হতে পশ্চিম পাড়া পর্যন্ত ১২০২ মিটার রাস্তা পাকাকরনের শুভ উদ্বোধন। গতকাল ০৫/১১/২০১৭ ইং তারিখে ২০১৬-২০১৭ অর্থবছরের এল.জি.এস.পি পকল্পের আওতায় রাস্তাটির শুভ উদ্বোধন করেন ১১নং আদাবাড়ীয়া ইউ.পি-র চেয়ারম্যান মোঃ মকবুল হোসেন। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেকালা পুলিশ ক্যাম্প ইনচার্জ জনাব আসাদুল ইসলাম আসাদ, ইউ.পি সদস্য মোঃ লিপ্টন হোসেন তোতা, মোঃ রেজাউল হক নান্টু, মোঃ আজগর আলী, মারফতআলী, শামীমা খাতুন, আম্বিয়া খাতুন। চেয়ারম্যান মোঃ মকবুল হোসেন বলেন দীর্ঘদিনের আকাংক্ষিত এই কাঁচা রাস্তাটি আজ পাকা করনের শুভ সূচনা করে এলাকাবাসির মুখে স্বস্তির হাসি ফুটছে।বর্ষার সময় এলাকার জনগনের যে সমস্যা হত, সেই সমস্যা হতে এখন মানুষ মুক্তি পেল। অতিরিক্ত বৃষ্টি হলে আমার ইউনিয়নের এই এলাকার ছেলে-মেয়েরা স্কুলে যেতে পারতনা, তাদের সেই সমস্যা সমাধান হল। এ বিষয়ে এলাকাবাসীরা চেয়ারম্যান সাহেব কে ধন্যবাদ দিয়ে বলেন, আমাদের অনেক দিনের সপ্ন পুরন হতে চলেছে তাই আমরা সকলে অনেক আনন্দিত।